মালদা

মালদা শহর থেকে অপহৃত ছাত্রী, পুলিশের গাফিলতির অভিযোগে পুলিশ সুপারের দ্বারস্থ পরিবার

ভর দুপুরে স্কুল ছাত্রীকে প্রকাশ্য রাস্তা থেকে অপহরন। মালদা শহর থেকে অপহৃত ছাত্রী। ইংরেজবাজার থানায় অভিযোগ জানালেও ব্যবস্থা নেয়নি পুলিশ। বাধ্য হয়ে জেলার পুলিশ সুপারের দ্বারস্থ হলেন ছাত্রীর পরিবার।

জানা গিয়েছে ওই ছাত্রীর নাম পিউ রায়(১৭)। বাড়ি মালদা জেলার বৈষ্ণবনগর থানার সুকদেবপুর গ্রামে। সে মালদা শহরে এক আত্মীয়ের বাড়িতে থেকে শহরের এক স্কুলের দ্বাদশ শ্রেণীতে লেখাপড়া করতো। সে এবার উচ্চমাধ্যমিক পরীক্ষা দেবে। বাবা সুজিত রায় মাস দুয়েক আগে মারা গিয়েছে। মা শ্যামলী রায় কোন রকমে সংসার চালায়। অভিযোগ, গত মাসের ২০ তারিখে ওই ছাত্রী বাড়ি থেকে বাজার যাওয়ার পথে অপহরণ হয়। শহরের সিংগাতলা এলাকা থেকে একদল যুবক রাস্তা থেকেই তাকে মোটরবাইকে করে তুলে নিয়ে যায়। এরপর থেকে তার আর কোন হদিশ পাওয়া যায়নি। রাত গড়িয়ে গেলেও ছাত্রীটি বাড়ি ফিরে না আসায় খোঁজাখুজি শুরু করে পরিবারের লোকজন। এরপর অসহায় তার মা বারবার ইংরেজবাজার থানা দ্বারস্থ হলেও পুলিশ কোনো ব্যবস্থা নিচ্ছে না বলে অভিযোগ। বাধ্য হয়ে তার মা এবার পুলিশ সুপারের দ্বারস্থ হয়েছেন।

এই ঘটনায় মেয়ের মা শ্যামলী রায় জানান, মেয়ে এখান থেকে পড়াশোনা করছিল, কিন্তু মেয়ে বাজার যায়, সেই সময় কোন একটি ছেলে বাজার থেকে জোর করে বাইকে করে তুলে নিয়ে যায়। এরপর থেকে মেয়েকে খুজে পাওয়া যাচ্ছেনা। পুলিশকে জানিয়েছি কিন্তু কোন খোঁজ পাওয়া যাচ্ছেনা। যার কারণে পুলিশ সুপারের দ্বারস্থ হয়েছে তারা।

এই বিষয়ে ওই ছাত্রীর কাকা বিশ্বজিৎ রায় বলেন, ওই দিন তারা খবর পেয়েছিলেন। পুলিশ কেশ নিয়েছে, কিন্তু কোন খোঁজ পাওয়া যাচ্ছেনা। শুনতে পাচ্ছি মেয়েকে অঞ্জান করে রেখেছে। এই নিয়ে তারা পুলিশ সুপারের দ্বারস্থ হয়েছেন।